ওয়াসার অবৈধ নিয়োগের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

বাকৃবি ছাত্রদলের মিছিল
বাকৃবি ছাত্রদলের মিছিল  © টিডিসি ফটো

ওয়াসায় অবৈধ নিয়োগ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অনিয়মের প্রতিবাদে শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য স্বপ্নীল সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ওয়াসার চলমান নিয়োগ কোন ধরনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি, যা চরম বৈষম্যমূলক আচরণ এবং জুলাই আগস্ট আন্দোলনের চেতনার পরিপন্থি এবং কিছু নামধারী এই অনিয়মের সাথে জড়িত।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আজও সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। ওয়াসার দুর্নীতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম—সব কিছুর অবসান চাই। আজকের এই মিছিল শুধু ক্ষোভের প্রকাশ নয়, এটি এক নতুন শপথ। দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতির বিচার না হলে এবং বাকৃবিতে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’


সর্বশেষ সংবাদ