জুলাই বিপ্লবের অনুপ্রেরণা নিয়ে বাকৃবিতে টেডএক্স অনুষ্ঠিত
- বাকৃবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ PM

‘জাতির নবজাগরণ: জুলাই বিপ্লবের অনুপ্রেরণা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আইডিয়া শেয়ারিং ইভেন্ট ‘টেডএক্স বাকৃবি’।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাকৃবি ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বাকৃবি প্রেসক্লাব।
বাউসিসির সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপির সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন, ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো বাহানুর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে এক নতুন সূচনা, পরিবর্তন ও অগ্রগতির বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
প্রায় ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ৯ জন অতিথি সকাল ৯টা থেকে সারাদিন তাদের জীবন দর্শন, ও অভিজ্ঞতা সম্বলিত গুল্প, নতুন উদ্ভাবনী ও আর্থ—সামাজিক প্রেক্ষাপট ও সংস্কৃতি তুলে ধরেছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিলো ব্রেন স্টর্মিং গেম সেশন এবং শিক্ষার্থীরা বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা তা নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রিত অতিথিরা হলেন- জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন, পুষ্টিবিদ আশেক মাহফুজ, জনপ্রিয় চলচ্চিত্রকার আশফাক নিপুন, আয়রন ম্যান খ্যাত ইমতিয়াজ ইলাহী, জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, লেখক নাজিম উদ দৌলা, দেশ সেরা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার ও ভিডিও গল্পকার আবদুল মোমিন এবং কৃষি উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম জাহিদ।
ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্যারিয়ারে সঠিক পথ বেছে নিতে সহায়তা করতে চাই। এই আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতে আরও কার্যকর কর্মশালা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, টেডএক্স হলো একটি স্বাধীনভাবে আয়োজিত সম্মেলন, যা TED (Technology, Entertainment, Design) কনফারেন্সের আদলে পরিচালিত হয় এবং নতুন, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয় যেখানে সফল ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। বিভিন্ন দেশের বিভিন্ন শহরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে টেড আয়োজিত হয়ে থাকে। বিশ্ববিখ্যাত সব টেড—এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, স্টিফেন হকিং, ইলন মাস্ক, স্যাম বার্নস, শাহরুখ খানসহ আরও অনেকে।