বাকৃবিতে ৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ছাত্র হল

ভিত্তিপ্রস্তর স্থাপন
ভিত্তিপ্রস্তর স্থাপন  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রদের আবাসন সংকট নিরসনে শহীদ জামাল হোসেন হলের স্থানে একটি নতুন ১০তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ‘শহীদ জামাল হোসেন’ নামের ছাত্র হলটির পুণ:নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

১২০০ ছাত্রের আবাসন সুবিধা এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ১৭১৮০ বর্গমিটার আয়তনের এই হলের জন্যে প্রাক্কলিত ব্যয় ৮৬ কোটি ৯৪ লক্ষ টাকার বিপরীতে ৭৮ কোটি ২৪ লক্ষ ৬০ হাজার ৬৭৭ টাকায় কার্যাদেশকৃত এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হলো নুরানী কনস্ট্রাকশন লিমিটেড। তবে এর নির্মাণ কাজ বাস্তবায়নে কাজ করবে বাকৃবির প্রকৌশল শাখা।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, জামাল হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড.মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence