বাকৃবি উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বাকৃ‌বি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বাকৃবি উপাচার্যের কার্যালয়ে বাকৃবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাকৃ‌বি উপাচার্য অধ্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক  ড মো শহীদুল হক, সহ‌যোগী ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বাকৃ‌বিসা‌সের সভাপ‌তি হা‌বিবুর রহমান র‌নি , সাধারণ সম্পাদক মো আমান উল্লাহসহ বাকৃবি সাংবাদিক সমিতির ২০২৫ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

এসময়  বাকৃবিসাস সদস্যরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা উপাচার্যের কাছে তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল—নারী শিক্ষার্থীদের আবাসন সংকট, হেলথ কেয়া‌রে নিম্নমানের স্বাস্থ্যসেবা, হলের শিক্ষার্থীদের পরিচর্যায় হাউজ টিউটরদের উদাসীনতা, হ‌লে ও হো‌টেলগু‌লো‌তে নিম্নমানের খাবার সরবরাহ, ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বি‌ভিন্ন প‌দে অদক্ষ জনবল নিয়োগ ও কাজের প্রতি উদাসীনতা, ক্যাম্পাসে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, নতুন ছাত্রী হলের নিরাপত্তা সংকট, বিভিন্ন অনিয়ম তদন্ত কার্যক্রম কেবল নথিভুক্ত রাখা, রাতে বহিরাগতদের উৎপাত, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ দোকান, এবং ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার দাবি তু‌লেন সদ‌্যসরা । 

প্রশ্নোত্ত‌রে  উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া জানান,  শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিললসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। ত‌বে কিছু ত্রুটি রয়ে গেছে, যা দ্রুত সমাধান করা হবে। হেলথ কেয়া‌রে আম‌দের জনবল বৃদ্ধির করার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে শীঘ্রই কঠোর অবস্থান  যাচ্ছি। শিক্ষার্থীদের যেকোনো সংকট নিরসনে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence