কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত, প্রশ্নপত্র দেখুন এখানে
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে লড়েন গড়ে ৯৩ জন শিক্ষার্থী।
এর আগে আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।
আরও পড়ুন: রাবি ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ৩ ভুল, নম্বর পাবেন সবাই
এর আগে ভর্তি পরীক্ষাবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, ‘গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি। ভর্তি পরীক্ষা ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।’
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবেন।
প্রশ্নপত্র দেখুন-