খুবির ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ভর্তিচ্ছু ৯৭ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৯ AM

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শুরু হয়েছে। এ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা এবং রাজশাহীতেও অনুষ্ঠিত হবে। চলতি বছর ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন প্রার্থী ১ হাজার ১০৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। গড়ে একটি আসনের জন্য প্রায় ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ, সরকারি মহিলা কলেজ এবং দুইটি বহিঃকেন্দ্র- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে।
‘সি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে অংশ নিয়েছেন ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। বুয়েট কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন এবং রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। চারুকলা স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘ড্রইং পরীক্ষা’ একই দিন বেলা সাড়ে ১২টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অপরদিকে, বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন ৪ হাজার ১৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরবর্তী দিন শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই ইউনিটে অংশ নেবেন ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আরো পড়ুন: এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআইএস সেলের
এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে পরীক্ষায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।