ঢাবির প্রযুক্তি ইউনিটে আবেদনের বর্ধিত সময় শেষ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদনের বর্ধিত সময় আগামীকাল সোমবার (৭ এপ্রিল) শেষ হচ্ছে। নতুন করে সময় না বাড়ানো হলে এদিন পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। 

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের তথ্য জানানো হয়। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান আজ রবিরার (৬ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত এ তারিখ নির্ধারিত আছে। সোমবার আবেদন শেষ হচ্ছে। এ তারিখ পরিবর্তন হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদনের শেষ ১২ ফেব্রুয়ারির পরিবর্তে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিলের পরিবর্তে ১৭ মে বেলা ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: ছুটি শেষে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরল তিন বিশ্ববিদ্যালয়

বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিট আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সংশোধিত ভর্তি নির্দেশিকা আবেদনকারীদের দেখতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ