মেডিকেল ভর্তি কমিটির সভা আজ, আলোচনায় যা থাকছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৯:০০ AM

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি নিয়ে সভায় বসতে যাচ্ছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি, মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ভর্তি নিয়ে বৃহস্পতিবার আমাদের একটি সভা রয়েছে। সভায় একাধিক বিষয়ে আলোচনা হবে। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়েও আলোচনা হবে। তবে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ নেবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের মধ্যে ৭৭ জনের বিষয়েও আলোচনা করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের বিষয়েও আলোচনা করা হবে।’
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৩৮০ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধার কোটায় ও ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ভর্তি আবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ১ লাখ ৩৩ হাজার ৩৭৪টি। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাস করেন ৫৯ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির জন্য মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৭২ জন।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ৫ শতাংশ বা ২৬৯ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮৬ জন। তাদের মধ্যে পাস করেন ১৯৩ জন। পাস নম্বর অর্থাৎ ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর তুলেতে পারেননি ৪৯৩ জন। তাদের মধ্যে ৭৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ফলাফলের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, পশ্চাৎপদ জাতিগোষ্ঠী (পার্বত্য জেলার উপজাতীয় এবং অউপজাতীয় প্রার্থী, অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থী) কোটায় দশমিক ৭২ শতাংশ বা ৩৯টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ২০১ জন। পাস করেন ৩৪৮ জন। অর্থাৎ প্রতি ৯ জনে একজন ভর্তির সুযোগ পাচ্ছেন।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০ হাজার ৯৫ শিক্ষার্থী। পাসের হার ৪৫ দশমিক ৬২। ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।