চবির ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি-১' উপ-ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সোমবার (১০ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। 

নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত বি-১ উপ-ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯১১ জন। ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ১৫ জন।  

প্রতিটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে।

চবির মোট ৪ জাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। আসন প্রতি ৫৫ জন ভর্তিচ্ছু। গত বছর আবেদন করেছিলো ছিলো ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আগামীকাল চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে 'বি-২' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিট ও ২৪ মার্চ ডি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা। 

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। যা গত বছরে ছিলো ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

প্রশ্নপত্র দেখুন:


সর্বশেষ সংবাদ