চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১২:০৭ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৮৯৬টি। এতে আবেদন করেছেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ৮২ জন শিক্ষার্থী
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত আছে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক প্যাভিলিয়ন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, বাইক সার্ভিস ও মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান রয়েছে।
পরীক্ষার সময়
এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হবে। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৪৫ এর সময় ওএমআর শিট দেওয়া হবে এবং প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টা ১৫ মিনিটে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টা ১৫ মিনিটে।
নম্বর বণ্টন
প্রতি সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
তাছাড়া ২০২২ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে (সেকেন্ড টাইমারদের জন্য) তাদের নিজ নিজ সর্বমোট (এমসিকিউ+এসএসসি এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণিতক + ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর থেকে ৩ (পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
যে সূচিতে চলবে শাটল
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। যা গত বছরে ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।