রাবিতে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ১৪ হাজার ২৩৮টি। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন ইউনিট মিলে আবেদন জমা পড়েছে ২ লাখ ১৪ হাজার ২৩৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৩ হাজার ৮৫৭টি, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯৫টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৭৮৬টি। তিন ইউনিটে আবেদন করেছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৯৯০ ভর্তিচ্ছু।

আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসাবে তিন ইউনিট মিলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই, সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন: টিউশন মিডিয়ার আড়ালে ব্ল্যাকমেল, ক্ষতিগ্রস্ত শাবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

যেহেতু প্রতিটি ইউনিটে ৯২ হাজার আবেদন পূর্ণ হয়নি তাই তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৪০, মানবিক ৪.২৭ ও ব্যবসায় শিক্ষা ৩.৭৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫৯, মানবিক ৪.৯৩ ও ব্যবসায় শিক্ষা ৪.৮৮।

আর গত ১১ ফেব্রুয়ারি সকালে প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়। প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ ও ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ ও ব্যবসায় শিক্ষা ৫.০০। বি’ ইউনিটের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছিল।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : স্থায়ী ক্যাম্পাসের জন্য আশ্বাসেই কেটেছে ৭ বছর

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ