রাবিতে ভর্তি: দ্বিতীয় ধাপে আবেদন ফি জমা শেষ ১০টায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শেষ হয়েছে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)। তবে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ফি দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার আবেদন শুরু হয়।

এর আগে প্রথম ধাপে ইউনিটগুলোর নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদনের সময় শেষ হয়েছে। বিল পেমেন্ট ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত করা যাবে। এরপর আর টাকা প্রদান করা যাবে না।

জানা গেছে, প্রথম ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়ে ১ লাখ ৯৫ হাজার ৪৫১টি।এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭০ হাজার ৭৭১, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯২ এবং ‘সি’ ইউনিটে ৮৪ হাজার ১৩৮টি আবেদন পড়েছে। প্রতিটি ইউনিটে ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। 

আরো পড়ুন: ২৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অনীহা, ভোগান্তিতে লাখো শিক্ষার্থী

আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা।

প্রতি চারটি ভুল উত্তরের জন্য এবার এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ