ঢাবির কলা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে। এ দুই ইউনিটের ফলাফল চলতি ফেব্রুয়ারি মাসের শেষ তিন দিনের মধ্যে এবং আগামী মাসের মাঝের তিন দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। আর বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। সাধারণত এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি।

আরো পড়ুন: ঢাবির খেলোয়াড় কোটায় মানবিকের পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি)। এই ইউনিটে এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ বছর বিজ্ঞান শাখা থেকে ১ লাখ ৩৮ হাজার ৮৪৮ জন, মানবিক শাখা থেকে ৭ হাজার ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে এক হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য এক হাজার ৮২০, মানবিক শাখার জন্য ৫১ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ