জাবির ভর্তি পরীক্ষায় মোবাইল দেখে লেখার সময় আটক ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি (১৭)। তার বোনের নাম নিবেদিতা দত্ত (২১) তিনি কিশোরগঞ্জ সদরের নয়ন চন্দ্র দত্তের মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এসময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন । পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

শৃঙ্খলা কমিটির বরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক ওই ভর্তি পরীক্ষার্থী নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করে। তিনি তার বোনকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে তার বিপরীতে তার বোন তাকে উত্তরপত্র পাঠিয়েছেন বলে আটক শিক্ষার্থী স্বীকার করেছেন। ফলে পরীক্ষার হলের বাইরে অবস্থান করা তাঁর বোনকেও আটক করা হয়। 

তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় আটকদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদেরকে আশুলিয়া থানা পুলিশে দেওয়া হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ 'বি' ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence