জবিতে ভর্তিচ্ছুদের পাশে জেলাভিত্তিক ছাত্রসংগঠনগুলো
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবা দিতে দেখা গেছে জেলাভিত্তিক বিভিন্ন ছাত্রসংগঠনগুলোকে। ছাত্রসংগঠনগুলোর এসব বুথে দূর থেকে আসা শিক্ষার্থীরা ব্যাগ, মোবাইল, বই, খাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জমা রাখেন।
সরেজমিনে দেখা যায়, শাখারী বাজার মোড় ও ওভারব্রিজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে বুথ ও ব্যানার নিয়ে অবস্থান নিয়েছে বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সংগঠন। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা, অবিভাবকদের বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা রেখেছেন তারা।
এছাড়া, এসব সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, কলম, ফাইলসহ অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করছে, যা অভিভাবকদেরও স্বস্তি দিচ্ছে। একজন পরীক্ষার্থীর অভিভাবক বলেন, আমি আমার সন্তানকে নিয়ে রংপুর থেকে এসেছি। ঢাকা শহর সম্পর্কে তেমন জানি না। কোথায় সিট পড়েছে, কীভাবে সেখানে যাবো, তা বুঝতে পারছিলাম না। জেলা ছাত্রকল্যাণ সংগঠন আমাদের যথেষ্ট সহায়তা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইম বলেন, আমরা পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বুথ নিয়ে বসছি, যাতে আমাদের জেলার কোনো শিক্ষার্থী বা অভিভাবক ভোগান্তিতে না পড়েন। তাদের জন্য বসার ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থাও রেখেছি। আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনো বিভ্রান্তির সম্মুখীন না হন। এতে করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কেও ইতিবাচকভাবে তুলে ধরতে পারি।
কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি ফারজানা আক্তার বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ভর্তি-ইচ্ছুক মেয়ে শিক্ষার্থীদের জন্য হলে সিট নির্ধারণ, ছেলেদের জন্য মেসে থাকার ব্যবস্থা, ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, সুপেয় পানি, হালকা নাশতা, অভিভাবকদের বসার ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলো ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যেভাবে সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়।