ইংরেজি ভার্সনে জবির ভর্তি পরীক্ষা দিতে যা করতে হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১২ PM

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা ইংরেজি ভার্সনে দিতে চাইলে এ সংক্রান্ত তথ্য সাবমিট করতে হবে ভর্তিচ্ছুদের। ওয়েবসাইটে লগইন করে এ তথ্য দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় (ইউনিট-এ, ইউনিট-বি, ইউনিট-সি, ইউনিট-ডি এবং ইউনিট-িই) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ইংরেজী ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহী, তাদেরকে https://jnuadmission.com ওয়েবাসাইটে লগইন করতে হবে। এরপর তাদের ‘question version’ তথ্য পূরণ করে ‘Submit’ করতে হবে।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিকল্প সময়ে পরীক্ষার সুযোগ দেবে জবি।
এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমআইএসটি ও ঢাবির প্রবেশপত্র আপলোড করতে হবে। জবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়াতি অনুষ্ঠতিব্য ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষায় অংগ্রহণকারী যে সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদন করছেন, তারা জবির ভর্তি ওয়েবসাইটে https://jnuadmission.com/ লগইন করে তাদের এমআইএসটি’র প্রবেশপত্র আপলোড করতে পারবেন।
যে সব শিক্ষার্থী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র প্রবেশপত্র আপলোড করবেন তাদরেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই দিনের তৃতীয় শিফট অর্থাৎ বিকেল ৪টা হতে বিকাল ৫টায়য় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আরো পড়ুন: ঢাবি ও এমআইএসটির সঙ্গে একই দিনে ভর্তি পরীক্ষা, বিকল্প ব্যবস্থা জবির
১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিট-বি (কলা ও আইন অনুষদ) পরীক্ষায় অংগ্রহণকারী যে সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের পরীক্ষায় আবেদন করেছেন, তারা জবির ভর্তি ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd লগইন করে তাদের ঢাবির প্রবেশপত্র আপলোড করতে পারবেন।
যে সব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র আপলোড করবেন তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই দিনের তৃতীয় শিফট অর্থাৎ বিকেল ৪টা হতে বিকেল ৫টায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।