মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন গলাচিপার পাঁচ শিক্ষার্থী 

  © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচ শিক্ষার্থী। মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইফতেখার আহমেদ নীরব, আসিফ মাহমুদ নাবিল, আবু আব্দুল্লাহ, খালিদ সাইফুল্লাহ ও নাইমা আক্তার তিশা। 

জানা যায়, রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন ইফতেখার আহমেদ নীরব। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ২০২৪ সালে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। তার পিতা মো. কামরুজ্জামান হাওলাদার। তিনি খারিজ্জমা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

আসিফ মাহমুদ নাবিল চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং নটর ডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মোহাম্মদ নাসির। তিনি পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আবু আব্দুল্লাহ। তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠী গ্রামের বাসিন্দা এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও মাইলস্টোন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেছেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া, পেশায় একজন পশু চিকিৎসক।

দিনাজপুর মেডিকেল কলেজে ভালোর সুযোগ পেয়েছেন খালিদ সাইফুল্লাহ। তিনি উলানিয়া পাতাবুনিয়া গ্রামের মো. জহিরুল হক ফরাজির ছেলে। সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নাইমা আক্তার তিশা। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও হলি ক্রস কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেছেন। তার পিতা মো. সালাম মিয়া গলাচিপা ৪নং ওয়ার্ড সাগরদী রোড এলাকার বাসিন্দা।

পাঁচ শিক্ষার্থীর সাফল্য গলাচিপা উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান স্থানীয়রা। 


সর্বশেষ সংবাদ