ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ AM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় অনলাইনে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আরো পড়ুন: ইবিকে গুচ্ছভুক্ত রাখার পক্ষে উপাচার্যকে স্মারকলিপি
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৩৯০টি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।