জাবি ভর্তিচ্ছুদের ইউনিটভিত্তিক সাক্ষাৎকার শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০২:২৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২২, ০২:২৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউনিটভিত্তিক সাক্ষাৎকার শুরু হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল থেকে এ সাক্ষাৎকার শুরু হয়।
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা শেষে বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে ভর্তির সাক্ষাৎকার দিচ্ছেন। সাক্ষাৎকার শেষ হলে আগামী ৩১ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট প্রকাশ ও শিক্ষা শাখায় এ তালিকা প্রেরণ করা হবে।’
আগামী ২৫ আগস্ট পর্যন্ত জাবির বিভিন্ন ইউনিটে ভর্তির সাক্ষাৎকার চলবে বলেও জানান তিনি।
আরও পড়ুন : কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল ২৫ আগস্টের মধ্যে
এদিকে জাবির ‘এ’ ইউনিটে ছাত্রদের মেধাক্রম ০১ থেকে ২৩৪০ ও ছাত্রীদের ১ থেকে ২৩২০ মেধাক্রম পর্যন্ত, ‘বি’ ইউনিটে মোট ৭টি বোর্ডে মেধাক্রম ৫৭৯ পর্যন্ত, ‘সি’ ইউনিটে বিভিন্ন গ্রুপভিত্তিক মোট ১২টি বোর্ডে এবং ‘ডি’ ইউনিটে মেধাক্রম ১ থেকে ৮০০ পর্যন্ত ভর্তির সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে জানিয়েছে বিভিন্ন অনুষদের ডিন ও ইউনিট ভর্তি পরিচালনা কমিটি। একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।