সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্তর্জাতিক অংশের সমাধান

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা শেষ হয়েছে৷ শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। যা চলে দুপুর ১২টা পর্যন্ত।

দেখে নিন সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর অংশের সমাধান 

১। বাস্তিল দুর্গের পতন যে দেশের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট 
উত্তর: ফ্রান্স 

২। ২০২৪ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 
 উত্তর: বাংলাদেশে 

৩। বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে 
উত্তর: কমনওয়েলথ 

৪। ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয় যে তারিখে
উত্তর: ৮ মার্চ 

৫। যে দেশে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয় (The name of the
উত্তর: চিন 

৬। ‘জেনেভা কনভেনশন’ হলো কতগুলো 
উত্তর: মানবাধিকার চুক্তি 

৭। বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত হয় যে সালে 
উত্তর: ১৯৫৬ 

৮। অহিংস আন্দোলনের পথিকৃৎ ছিলেন 
উত্তর: মহাত্মা গান্ধী 

৯। আসিয়ান (ASEAN) অঞ্চলের একটি সংস্থা 
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া (South East Asia)

১০। বাংলাদেশ যে সংস্থার সদস্য নয় 
উত্তর: ব্রিকস (BRICS)

১১। বাংলাদেশের অভ্যুদয় যে ধরনের রাষ্ট্রের দৃষ্টান্ত 
উত্তর: জাতিরাষ্ট্র

আরও পড়ুন : সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ইংরেজি অংশের সমাধান

১২। সম্প্রতি যে দেশের ১৬টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদানে বাংলাদেশ সম্মত হয়েছে
উত্তর: ভুটান 

১৩। নদীর গতি পরিবর্তন হয় যার প্রভাবে 
উত্তর: ভূমিকম্প 

১৪। মুদ্রাস্ফীতির প্রধান কারণ (The main cause of inflation is the) -
উত্তর: অর্থের যোগান বৃদ্ধি 

১৫। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক মহাদেশ হলো 
উত্তর: উত্তর আমেরিকা 

১৬। সোনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে ভারতের যে জেলা সংযুক্ত 
উত্তর: নদীয়া 

১৭। যে শহর দুই মহাদেশে বিস্তৃত 
উত্তর: ইস্তাবুল 

১৮। যে ভাষাবংশটি সবচেয়ে বড় 
উত্তর: ইন্দো-ইউরোপীয় 

১৯। জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন 
উত্তর: অন্তেনিও গুতেরেজ  

২০। ২০২২ সালে বৈশ্বিক শান্তিসূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলে 
উত্তর: আইসল্যান্ড 

২১। ইউক্রেন যে দেশের অন্তর্ভুক্ত ছিল 
উত্তর: ইউএসএসআর 

২২। ফিদেল ক্যাস্ট্রো যে দেশের নাগরিক 
উত্তর: কিউবা 

২৩। নিচের যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল 
উত্তর: ইতালি 

২৪। বিটুবি, বিটুনি প্রভৃতি হলো 
উত্তর: ই-কর্মাস 

২৫। এনএফসি প্রযুক্তি ব্যবহারের জন্য প্রাসঙ্গিক নয় 
উত্তর: ওয়াইম্যাক্স


সর্বশেষ সংবাদ