সাত কলেজের ভর্তি পরীক্ষা: কেন্দ্রে প্রবেশ করছেন ভর্তিচ্ছুরা

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। 

শুক্রবার (১২ আগস্ট) দুপুর সাড়ে তিনটা থেকে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। যা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করছেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। 

সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরুর এক ঘণ্টার বেশী সময় আগে থেকেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে৷ ব্যাগ, ঘড়ি, মোবাইল সহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। কলেজের শিক্ষক-কর্মচারীরা বিষয়টি কঠোরভাবে দেখছেন৷ এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মার্কশিটে এত ভুল!

ঢাকা কলেজ কেন্দ্রের মূল ফটকের দায়িত্ব পালন করা কর্মকর্তা সহযোগী অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজ কেন্দ্রে সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা যেন যথাসময়ে দুর্ভোগ বিহীন অবস্থায় ভেতর প্রবেশ করতে পারে সেজন্য আমরা আগে থেকেই শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করাচ্ছি। দুটি আলাদা লাইনে মেয়ে এবং ছেলেরা চেকিং করা শেষে ভেতরে প্রবেশ করছেন। কেউ যেন কোন প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারেন, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।’

দায়িত্ব পালন করা আরেক কর্মকর্তা সহযোগী অধ্যাপক ওবায়দুল করিম বলেন, ‘কেন্দ্রে প্রবেশ করা পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিউ মার্কেট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা প্রত্যাশা করছি কোন প্রকার ঝামেলা ছাড়াই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব হবে।’


সর্বশেষ সংবাদ