গবেষণা পদ্ধতি কোর্সে ঢাবিতে ভর্তি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) অ্যাডভান্স কোর্স অন রিসার্চ মেথেডোলজিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২২তম ব্যাচে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আইইআর ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কোর্সের মেয়াদকাল ১০ সপ্তাহ (৬৮ ঘণ্টা, ৪৫টি ক্লাস)। ক্লাস হবে বিকেল ৪টা-রাত ৯টা (শুক্রবার) ও বিকেল ৫টা- রাত ৮টা ৩০ মিনিট (শনিবার)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

ভর্তির ফরম প্রাপ্তির স্থান: কক্ষ নং-১১০ (২য় তলা) আইইআর ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

কোর্স রেজিস্ট্রেশনের সময়: ০৮ আগস্ট রোববার থেকে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত (প্রতি কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরো পড়ুন: চবিতে পড়তে ২২ বিশ্ববিদ্যালয়ের আশা ছাড়তে হবে অনেক ভর্তিচ্ছুর

কোর্স ফি: ১৫ হাজার টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য সাত হাজার পাঁচশত টাকা।

ওরিয়েন্টেশনের সম্ভাব্য তারিখ: ২৩ সেপ্টেম্বর (শুক্রবার)

সীমিত আসনে আগে আসলে আগে ভিত্তিতে ভর্তি করা হবে। পূরণকৃত নির্ধারিত ফরমের সঙ্গে সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, স্নাতক সার্টিফিকেট/নম্বরপত্রর ফটোকপি ও কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

যোগাযোগ : প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার, আইইআর – ০১৭১৫৪০২৩৬৭


সর্বশেষ সংবাদ