ঢাবির ‘গ’ ইউনিটের প্রশ্নের বাংলা অংশের সমাধান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জুন ২০২২, ০২:৩৪ PM , আপডেট: ০৩ জুন ২০২২, ০২:৩৪ PM
০১। আকস্মিক শব্দে বিপরীত শব্দ
উত্তর: চিরন্তন
০২। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি?
উত্তর: ই
০৩। নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর: ক) স্বত্ব
০৪। অপরিচিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সবুজপত্র
০৫। ঝাণ্ডা শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ
উত্তর: পতাকা
০৬। ফল্গু কী?
উত্তর: অন্তঃসলিলা একটি নদী
০৭। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
উত্তর: ঘ) মৃত্যুক্ষুধা
০৮। ‘গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।‘
উত্তর: খ) কবির কবিতা
০৯। নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
উত্তর: গ) নিলীমা
১০। ‘বিষাদ সিন্ধু’ কোন সমাস?
উত্তর: ক) রূপক কর্মধারয়
১১। ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা
উত্তর: খ) বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
১২। ‘নগদ’ কোন ভাষার শব্দ?
উত্তর: খ) আরবি