চবির ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা চলছে। বুধবার (১৮ মে) দুপুরে এই সভা শুরু জয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত রয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখা হবে কিনা এ বিষয়ে অলোচনা হয়েছে। সেকেন্ড টাইম সুযোগ রাখার পক্ষে চবি উপাচার্য কোর কমিটির সদস্যদের অনুরোধ করেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোর কমিটি।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত

সভা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ বেলা ৩টা ১০ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা চলছে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

এর আগে গতকাল মঙ্গলবার চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল (বুধবার) আমাদের কোর কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় আমি সকলকে অনুরোধ করবো যেন তারা সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষার সুযো দেয়।


সর্বশেষ সংবাদ