ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৯:৫৩ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২২, ১১:১৩ PM
শুধু ডুয়েটে (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) নয়, ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ‘Future of Education in Bangladesh Prespective’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ধরেন কেউ কারিগরি থেকে ডিপ্লোমা করে বের হয়েছে, তার মনে হতে পারে সে প্রকৌশলী থেকে পড়তে চাই। তাই তারা শুধু কেন ডুয়েটে যাবে? এটা যেন সে সব জায়গায় (বিশ্ববিদ্যালয়) যেতে পারে আমাদের এই পথগুলো খুলতে হবে।
“দেখুন আজকে যাদি মেধাবী শিক্ষার্থীরা জানে যে, একটা ডিপ্লোমা করে পরে কোনদিন প্রকৌশলী হতে পারবো কিংবা চিকিৎসা বিজ্ঞান পড়তে পারবো। কিংবা আমি চাই নৃবিজ্ঞানে একটি মাস্টার্স করতে পারবে কিংবা সমাজবিজ্ঞানে একটি অনার্স করতে পারবে। তাহলে কেন নয়? আমরা মাল্টি ডিসিপ্লিনারির কথা বলছি। আমরা জ্ঞান চর্চার কথা বলছি। একটি ডিসিপ্লিনারি থেকে আরেকটা ডিসিপ্লিনারিতে যাবার স্বাধীনতাটাকে কেন সব জায়গায় আটকে দিচ্ছি?
ডা. দীপু মনি বলেন, ডাক্তারি পাস করে পাবলিক হেলথে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে এক বছর মেয়াদি ডিপ্লোমা করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। যদিও আমার এমবিবিএস ডিগ্রিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা মেডিকেল কলেজের)। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি লাগবে। তো সেটা আর করতে পারিনি। তাহলে কেন নয়? যেখানে সারাবিশ্বে মাল্টি ডিসিপ্লিনারির কথা বলা হচ্ছে। আমরা নিজেরাই বলছি বারবার। কিন্তু প্রতি জায়গায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করছি। এই প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়। যে কোনও ডিসিপ্লিন থেকে যে কেউ এসে বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা যেন শুধুমাত্র ডুয়েটে নয় বরং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত।