গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ চায় না দুই বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় দুইটি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চায় না। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো চিঠিতে এমন মতামত ব্যক্ত করেছে ওই দুই বিশ্ববিদ্যালয়।

ইউজিসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সংক্ষিপ্ত সিলেবাস ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি পাঠায় ইউজিসি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো চিঠির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতামত ব্যক্ত করেছে। ওই মতামতে গুচ্ছের অন্তর্ভুক্ত দুটি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেয়ার পক্ষে নিজেদের মত দিয়েছে। এছাড়া দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না।

ওই সূত্রের তথ্য অনুযায়ী, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ইস্যুসহ ২০২১-২২ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নানা অসামঞ্জস্যতা নিয়ে নিয়ে আলোচনা করতে আগামী বৃহস্পতিবার (৭ এপ্রিল) একটি সভা ডাকা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ইউজিসি ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজা বেগম সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: উপাচার্যদের সাথে ইউজিসির সভা ৭ এপ্রিল

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউজিসির পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটি চিঠি পাঠানো হয়েছিল। আমরা তাদের মতামত পেয়েছি। দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চায় না। আর দুটি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখতে চায় না। এসব বিষয় নিয়ে ৭ তারিখের সভায় আলোচনা করা হবে।

উপাচার্যদের সাথে সভার বিষয়ে জানতে চাইলে ইউজিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজা বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ৭ এপ্রিল উপাচার্যদের সাথে একটি সভা ডাকা হয়েছে। ওই সভার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে অধিকাংশ শিক্ষক: কুবি শিক্ষক সমিতি

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি ইউজিসির পক্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংক্ষিপ্ত সিলেবাস ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে মতামত জানতে চিঠি পাঠানো হয়। এতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষর করেছেন।

ওই চিঠিতে বলা হয়, ‘‘শিক্ষামন্ত্রী মহোদয় ইউজিসির সাথে সাম্প্রতিক এক সভায় এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা এবং স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদান প্রসংগে বিশ্ববিদ্যালয়ের মতামত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জানার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন৷ এ সংক্রান্ত বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের মতামত জানানোর অনুরোধ করছি।’’


সর্বশেষ সংবাদ