মেডিকেল ভর্তিতে রেকর্ড আবেদনের নেপথ্যে

মেডিকেল ভর্তি পরীক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন। যা মেডিকেলের ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ড।

এদিকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। এসব আসনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ৮৭টি আসন এবং উপজাতি কোটায় আবেদনকারীরা পাবেন ৩৩টি আসন। আসনের বিপরীতে এবার ভর্তিযুদ্ধে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় আসন প্রতি ৫ জন করে শিক্ষার্থী বেড়েছে।

২০২০ সালে অটোপাস ও এ বছর মাত্র তিন বিষয়ে পরীক্ষার কারণে অন্যান্য বছরের তুলনায় জিপিএ পাঁচ বেড়েছে। গত বছর বিজ্ঞানে জিপিএ ফাইভ ছিলো ১ লাখ ২৩ হাজার ৬২০ জন। এ বছর জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকায় মেডিকেলে ভর্তিচ্ছুর সংখ্যাও বেড়েছে। করোনার কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ায় সরকার ২০২০ সালে অটোপাস ও ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা নেয়। বাকী বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হয়।

আরও পড়ুন- মেডিকেল ভর্তি পরীক্ষা: শেষ ১২ দিনের প্রস্তুতি

এদিকে আবেদনকারীর সংখ্যা বাড়লেও সে অনুপাতে মেডিকেলের আসন সংখ্যা বাড়েনি। যে কারণে আসন প্রতি প্রতিযোগীর সংখ্যাও বেড়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়। আগামী ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence