একাদশে ভর্তি: চতুর্থ ধাপে মনোনয়ন পেলেন দেড় লাখ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১০:১০ PM , আপডেট: ০১ মার্চ ২০২২, ১০:১০ PM
একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এ ফল প্রকাশ করা হয়।
এ দিন রাতে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন
চতুর্থ ধাপে এক লাখ ৫৫ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনয়ন পেয়েছেন। কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলেজ ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হয়। এছাড়া ২ মার্চ থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়ন ও কলেজ ভর্তির সুযোগ পাবেন চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।