ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহালের দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি

পূর্বের জিপিএ বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা
পূর্বের জিপিএ বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে মঙ্গলবার (২ মার্চ) ঢাবি উপাচার্য বরাবর স্মারক লিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সহকারী প্রক্টর ড. মো: বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

আগামী ৪ মার্চ বিকেল ৪টায় তারা সংহতি সমাবেশ করবে বলেও জানা গেছে।

২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপিটি জমা দিয়েছেন সিলেট মদনমোহন কলেজের সানোয়ার হোসেন, ঢাকা আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেরিল আহম্মেদে মাইশা, কবি কাজী নজরুল সরকারি কলেজের মোহাম্মদ তালহা, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের রাসেল আহম্মেদসহ আরও বিভিন্ন জেলার চার সরকারি কলেজের শিক্ষার্থী।

স্মারক লিপিতে তারা অনেকে মেধা যাচাইয়ের সুযোগ দিতে পূর্বের শর্ত অনুযায়ী ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা হিসেবে পূর্বের জিপিএ বহাল রাখার দাবি জানিয়েছেন।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ