চুয়েট কেন্দ্রেও আসতে শুরু করেছে কৃষি গুচ্ছের পরীক্ষার্থীরা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নেতৃত্বে আয়োজিত গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এই পরীক্ষা সারাদেশের মোট ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) উপকেন্দ্রে একইভাবে অনুষ্ঠিত হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ বছর চুয়েট কেন্দ্রে কৃষি গুচ্ছের পরীক্ষার্থী সংখ্যা ৪১১৭। 

এবারের ভর্তি পরীক্ষা আটটি মূল কেন্দ্র এবং তিনটি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে । মূল কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ। উপকেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চুয়েটের প্রশাসনিক অর্থনৈতিক শাখার  দায়িত্বপ্রাপ্ত পুর কৌশল ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সুদীপ কুমার পাল বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আমরা আমাদের সাধারণত ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রিপারেশন থাকে একইভাবে প্রিপারেশন নিয়েছি।শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে। চুয়েট উপকেন্দ্রে মোট ৪১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা আশা করি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আজকের পরীক্ষা।

উল্লেখ্য, সারাদেশে মোট আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসাবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ এর  ভিত্তিতে ২৫ নাম্বার এইচএসসি পরীক্ষার জিপিএ এর ভিত্তিতে ২৫ নাম্বার সহ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হবে ফলাফল।


সর্বশেষ সংবাদ