জাবিতে ভর্তি: অনুষদ ও বিভাগভিত্তিক আসন সংখ্যা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হয়েছে। এরইমধ্যে অনুষদ ও বিভাগভিত্তিক আসন সংখ্যা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, এবার জাবিতে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী। ইতিমধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফলও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) ‘সি১’ ইউনিটে অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি আট শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা চলবে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন

পরদিন সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, আইবিএ-জেইউ এবং বিজনেস স্টাডিজ অনুষদের (ই-ইউনিটের) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩-৫ মার্চের মধ্যে ‘সি১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইউনিট ও বিভাগভিত্তিক আসন সংখ্যা দেখুন নিচে-


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence