৫০ বছরের ইতিহাসে কখনও প্রশ্ন ফাঁস হয়নি: চবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার। পরীক্ষা শেষে প্রশ্ন ফাঁস না হওয়া নিয়ে দারুণ আশাবাদী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ৫০ বছরের ইতিহাসে কখনও প্রশ্ন ফাঁস হয়নি বলে জানান তিনি। 

মঙ্গলবার (১৬ মে) পরীক্ষার প্রশ্ন ফাঁস না হওয়া নিয়ে এমনটি জানিয়েছেন চবি উপাচার্য। 

এ ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের ৫০ বছরের ইতিহাসে কখনো প্রশ্ন ফাঁস হতে দেখিনি। এবারও হবে না ইনশাআল্লাহ। আমরা ডিজিটাল জালিয়াতি নিয়ে আমরা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন। 

এছাড়াও তিনি বলেন, ক্লাসরুমে কোনো জালিয়াতির উপায় নেই। সেখানে শিক্ষকরা খুবই সচেতন থাকেন। আমরা শিক্ষকদের গতকালকে সার্বিক বিষয়ে নির্দেশনা দিয়েছি।

এবারে 'এ' ইউনিটের পরীক্ষার্থী ৭৪ হাজার ৬শ ৫৯ জন। পরীক্ষা হবে ১৬ ও ১৭ মে।  'বি' ইউনিটের পরীক্ষার্থী ৫২ হাজার ৯শ ৯৫ জন। পরীক্ষা হবে ১৮ ও ১৯ মে।  'সি' ইউনিটের পরীক্ষার্থী ১৯ হাজার ৯শ ৯৯ জন। পরীক্ষা হবে ২০ ও ২১ মে।  

'ডি' ইউনিটের পরীক্ষার্থী ৪৯ হাজার ১শ ৭৮ জন। পরীক্ষা হবে ২২ ও ২৩ মে। 'বি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৩শ ৮২ জন এবং 'ডি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৮শ ৪৩ জন। পরীক্ষা হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।

প্রথম শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে সকাল ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। 

আরও পড়ুন: আজ থেকে চবির ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা, আসনপ্রতি ৪১ জন

দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে বেলা ২টা ১৫মিনিটে। ওএমআর ফরম বিতরণ করবে বেলা ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে বেলা ৪টা ৩০ মিনিটে।

এবার চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু। চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু।


সর্বশেষ সংবাদ