বিইউপির ভর্তি পরীক্ষা শুরু

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থী-অভিভাবকরা
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থী-অভিভাবকরা  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ। এরপর বেলা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, আগামীকাল আরও দুইটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: বিইউপি ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

এবার ভর্তি পরীক্ষা একসিকিউ টাইপ নেওয়া হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ইংরেজিতে সর্বনিম্ন ৪০% নম্বর পেতে হবে।

লিখিত পরীক্ষার নম্বর ৭০, মৌখিকে ১০ নম্বর এবং এইচএসসি ও এসএসসি পরীক্ষায় ১০ নম্বর করে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের স্নাতকে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।


সর্বশেষ সংবাদ