ঢাবির কোন ইউনিটে কত আবেদন পড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৩৪ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।
মঙ্গলবার বিকাল ৩টা ৫০ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, এখন পর্যন্ত (৩টা ৪০ মিনিট) ঢাবিতে ভর্তির জন্য ৩৩ হাজার ৯৩৫ জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটে ১৯ হাজার ৭২৩ জন আবেদন করেছেন।
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০ হাজার ৩৪৮ জন আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৩৪৬ জন। এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ৫১৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
এর আগে গতকাল সোমবার ঢাবিতে ভর্তির আবেদন শুরু হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়।
আবেদনকারীরা ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ১ ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে মোট চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য মোট ৫,৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১,৮৫১টি আসন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ২,৯৩৪টি ও বিজনেস স্টাডিজে ১,০৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।