ঢাকা বোর্ডের এসএসসির নিরীক্ষণের ফল প্রকাশ ২টার পর

ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। আজ সোমবার সকাল থেকে একাধিক বোর্ড ফল প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল বেলা ২টার পরে প্রকাশ হবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।

এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সোমবার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।

গত ২৮ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। ২টার পরে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ