বিদেশে চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থী কমেছে সিলেটে

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা  © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ছয় হাজার ৮৮ শিক্ষার্থী কমেছে সিলেট বোর্ডে। বোর্ডের অধীনে রোববার (৩০ এপ্রিল) এসএসসিতে বসছে এক লাখ ১০ হাজার ৪০২ জন। এর আগে ২০২১ সালে এক লাখ ২১ হাজার ১৬১ ও ২০২২ সালে ৪ হাজার ৬৪৩ জন কমে এক লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী ছিল। 

প্রতি বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমে যাওয়ার জন্য বিদেশ গমনের প্রবণতাকে দায়ী করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। তিনি বলেন, ছেলেদের বিদেশমুখিতার প্রবণতা বেশি। যে কারণে ছেলে পরীক্ষার্থী কমছে। মেয়ে শিক্ষার্থী বেশি থাকে। বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় পরীক্ষার্থী খুবই কম। এ অঞ্চলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় শিক্ষার্থী বাড়াতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এবার এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। এবার বোর্ডের অধীনে ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এরমধ্যে সিলেটে ৫৯টি, সুনামগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ২৬ এবং হবিগঞ্জে ৩১টি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগে পরীক্ষার হলে নিজ আসনে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোনসহ কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনুমতি নিলে বাড়তি সুবিধা পাবেন, ২০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে। তদারকির জন্য ভিজিল্যান্স টিম ও স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence