বুনিয়াদি প্রশিক্ষনে কর ক্যাডারদের সাফল্য

রেক্টর মেডেল প্রাপ্ত নুসরাত ফারজানা ওহী
রেক্টর মেডেল প্রাপ্ত নুসরাত ফারজানা ওহী  © সংগৃহীত

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ( বিপিএটিসি) বিসিএস ক্যাডারদের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রথম হয়ে স্থান ‘‘রেক্টর মেডেল’’ পেয়েছেন বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার নুসরাত ফারজানা ওহী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে বিপিএটিসি ক্যাম্পাসে কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৩১তম বিসিএস থেকে ৩৭তম বিসিএসের ১৫টি ক্যাডারের ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও ৩৬তম বিসিএস কর ক্যাডারের মুনিয়া সিরাত ৯ম, তানজিনা সাথী ১১তম, অর্পা বনিক ১৬তম স্থান অধিকার করেছেন। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার মুনিয়া সিরাত।

পাশাপাশি বিয়াম ফাউন্ডেশন ঢাকা ভ্যেনুতে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথম হয়ে ‘‘ডিজি অ্যাওয়ার্ড’’ পেয়েছেন কর ক্যাডারের আরেক সদস্য ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার সোহানা আফরোজ সাঈদ।


সর্বশেষ সংবাদ