যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে ২৯০টি ড্রোন হামলা রাশিয়ার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ৬ ঘণ্টা মধ্যে ২৯০টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এছাড়াও ১৯টি স্থানে আক্রমণ চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
রবিবার (২০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ সংবাদ প্রকাশ করেন।
এর আগে শনিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। যা চলমান তিন বছরের সংঘাতের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিরতি হিসেবে বিবেচিত হচ্ছিল।
পুতিন জানান, শনিবার সময় সন্ধ্যা ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত রুশ বাহিনী সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখবে। কিয়েভও এই যুদ্ধবিরতিতে সম্মতি জানায়।
কিন্তু রবিবার জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া কেবল যুদ্ধবিরতির ‘প্রতিচ্ছবি’ সৃষ্টি করছে। বাস্তবে তারা এখনও ফ্রন্টলাইনের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ ও আক্রমণ চালিয়ে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, ‘ফ্রন্টলাইনের বিভিন্ন দিকে ইতোমধ্যেই রুশ বাহিনী ৫৯ বার গোলাবর্ষণ ও ৫ বার আক্রমণ চালিয়েছে।’
তিনি আরও জানান, শনিবার মধ্যরাত পর্যন্ত প্রথম ছয় ঘণ্টায় ‘রাশিয়া ৩৮৭ বার গোলাবর্ষণ করেছে এবং ১৯টি আক্রমণ চালিয়েছে। রাশিয়ানরা ২৯০ বার ড্রোন ব্যবহার করেছে।’
তিনি বলেন, ‘ইস্টার সকালের পরিস্থিতি অনুযায়ী রুশ সেনাবাহিনী এমন একটি সাধারণ চিত্র বা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তারা যুদ্ধবিরতি মেনে চলছে। কিন্তু বাস্তবে, কিছু নির্দিষ্ট এলাকায় এখনও তারা আক্রমণ চালিয়ে ইউক্রেনকে ক্ষতির মুখে ফেলছে।’