ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫০ PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে শুক্রবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, হামলায় নিহত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তবে হামলাকারী ছিলেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিরই ছাত্র। হামলার পর বন্দুকধারীসহ পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ১৮ বছর বয়সী হামলাকারী একজন কাউন্টি শেরিফের ছেলে। তার বাবার সার্ভিস রিভলবার থেকেই এই গুলিবর্ষণ চালানো হয়েছে। শেরিফ ওয়াল্ট ম্যাকনিল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে তার একটি অস্ত্র তার ছেলের নাগালের মধ্যে ছিল, যা ব্যবহার করেই হামলাটি চালানো হয়।” হামলার পর ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা আতঙ্কে পালাতে শুরু করেন। এরপর আরও আট থেকে দশটি গুলির শব্দ পাওয়া যায় বলে জানান তারা।
হামলাকারী আত্মসমর্পণ না করায় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ ক্যাম্পাসে এই ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ হামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
উল্লেখ্য, এটি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে প্রথম গুলির ঘটনা নয়। ২০১৫ সালেও এক সাবেক শিক্ষার্থী লাইব্রেরিতে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন, পরে পুলিশ তার ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করে।