শিল্পে গ্যাসের দাম বাড়তে যাচ্ছে, আদেশ আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৫ AM

নতুন শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের বাড়তি দরের ঘোষণা দেওয়া হবে আজ। এর আগে পেট্রোবাংলার করা আবেদনের বিষয়ে রোববার (১৩ এপ্রিল) এই আদেশ দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, রোববার বেলা ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আদেশ ঘোষণা করা হবে।
বিইআরসির তথ্যমতে, শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের বিল দিচ্ছে ৩০ টাকা দরে। এখন যে সব শিল্প চালু রয়েছে, তারা এই দরেই গ্যাস পাবে। আর নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন, প্রতিশ্রুত ও বিদ্যমান (অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারকারী) গ্রাহকের মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং গ্যাস বিতরণ কোম্পানিসমূহ কর্তৃক দাখিলকৃত প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়।
অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। যা বিদ্যমান দামের তুলনায় ১৫২ শতাংশ বেশি।