সব দল আপনাদের তালাক দেবে : বিএনপিকে নানক
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৮:৪৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২২, ০৮:৪৪ PM
জামায়াতের ২০ দলীয় জোট ছেড়ে যাওয়াকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘কেবল শুরু একেকটি করে দল আপনাদের (বিএনপি) ছেড়ে যাচ্ছে। এখনো তো নিজেদের নেতাকর্মীরা আপনাদের তালাক দেওয়া শুরু করে নাই। কিন্তু সময় আসলে আপনাদের দলের ভিতরে যেসব মুক্তিযুদ্ধের শক্তি আছে তারাও খুনি খালেদা জিয়া ও পলাতক তারেক রহমানকেও তালাক দেওয়া শুরু করবেন। তখন দিশা পাবেন না মির্জা ফখরুল সাহেব।’
সোমবার (২৯ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নানক আরও বলেন, ‘হঠাৎ করে একজন মেজর সাহেব আইএসআই এর এজেন্ট হয়ে যুদ্ধের মধ্যে ঢুকে পড়েও কিন্তু কিছু করতে পারে নাই। বঙ্গবন্ধু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যান। সেই সুনির্দিষ্ট লক্ষ্য হলো ১৮ মিনিটের ভাষণ, ১০৮৫ শব্দের ভাষণ।’
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে মির্জা তিনি বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। আপনাদের প্রতিষ্ঠাতা সামরিক উর্দি পড়া জিয়াউর রহমান। হ্যাঁ-না ভোটের আয়োজন করে যে নির্বাচনে কাউকে ভোট দিতে হয়নি। আর পরের নির্বাচন তো সবাই জানে, দশটা হোন্ডা আর ২০টা গুণ্ডার নির্বাচন।’
আত্মস্বীকৃত খুনিদের বিদেশে পাঠিয়ে বিভিন্ন দূতাবাসে চাকুরী ও খুনিদের দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশে ফ্রিডম পার্টি গঠন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিদেশি সাংবাদিকরা জিয়ার কথা বলেছেন। মেজর ডালিমও জিয়ার কথা বলেছেন। বঙ্গবন্ধু হত্যার পর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছে সেই ভাষণ শুনলে আমাদের পেটানো হতো। বাংলাদেশের স্বাধীনতাকে ওরা ভয় পায়। ওরা ভাবতে পারে নাই শেখ হাসিনা ক্ষমতায় আসবে।’
আরও পড়ুন : জিয়ার হাতেই অন্ধকারাচ্ছন্ন যুগের সূচনা : জয়
বিশেষ অতিথির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘শেখ হাসিনা বহু ষড়যন্ত্র ধূলিসাৎ করে আজও দেশের প্রধানমন্ত্রী। একইভাবে পদ্মা সেতুসহ সকল উন্নয়ন প্রকল্পের বাস্তবতাও বলে তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন।’
জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।