ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে রাবি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শিক্ষা ও গবেষণার মানের উপর ভিত্তি করে ওয়েবমেট্রিক্সের প্রকাশিত জরিপে একধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতবছর এই জরিপে দেশে পঞ্চম অবস্থানে ছিল এ বিশ্ববিদ্যালয়। 

সম্প্রতি বিশ্বের প্রায় দুই শতাধিক দেশে ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে প্রকাশিত ওয়েবমেট্রিক্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রাপ্ত তথ্যমতে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার মানের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-'২২ এর প্রতিবেদন প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স। এবছর শিক্ষা ও গবেষণা ভিত্তিতে করা জরিপে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার বৈশ্বিক অবস্থান ১৫৯৩ তম। পূর্বে দেশে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল পঞ্চম এবং বৈশ্বিকভাবে ২০৭৬তম।

র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়েছে। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। সেই ধরাবাহিকতায় প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে এ তালিকা প্রকাশিত হয়।

আরও পড়ুন: ঘরের দরজা বন্ধ করে আর ফিরল না স্কুলছাত্রী মিম

ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয় দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- প্রথম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৬৮), দ্বিতীয় সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৭৬), তৃতীয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৮৩), চতুর্থ  রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৫৯৩) পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৭৫০), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১৪৬), সপ্তম ব্রাক ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২২১৮ ), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩১৯), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪৮১) এবং দশম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৪৮১) রয়েছে।

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে বৈশ্বিকভাবে সেরা পাঁচ বিশ্বিবদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে- যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়তম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয়তম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং পঞ্চমতম ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ