জাবির ভিসি প্যানেল নির্বাচনে বাধা নেই: হাইকোর্ট 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন চলতে কোন বাঁধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১০ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কুমার দেবুল দে। তিনি বলেন, আজকে শুনানি ও আদেশের দিন ধার্য ছিল। মহামান্য উচ্চ আদালত আগামী ১২ আগস্ট অনুষ্ঠিতব্য ভিসি প্যানেল নির্বাচন স্থগিতের আবেদন মঞ্জুর করেননি।

তিনি বলেন, নির্বাচন চলতে কোন বাধা নেই। ভিসির বৈধতার প্রশ্নটি যথাযথ আকার-প্রকারে না আসায় পরবর্তীতে যথাযথ আকার প্রকারে আবেদনটি আনার জন্য আগামী দুই সপ্তাহ রিটটি অপেক্ষমান রেখেছে আদালত।


সর্বশেষ সংবাদ