রাবির ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে, প্রশ্নের ধরণ এমসিকিউ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০২:০০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২২, ০২:০০ PM
২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান ) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।
শিফট অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।