ঢাবির এস এম হলের সামনে গাঁজাসহ নারী আটক

আটক সেলিনা বেগম ও ঢাবি লোগো
আটক সেলিনা বেগম ও ঢাবি লোগো  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের সামনে থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।

ওই নারীর নাম সেলিনা বেগম। তিনি মালিবাগের শাহীন নগরের ২নং গলীর আবুল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে ঢাবির এস এম হলের সামনে সেলিনাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে। এসময় জিজ্ঞাসাবাদে তার কাছে ২৫০ গ্রাম গাঁজা থাকার কথা জানায় সে। পরে শিক্ষার্থীরা তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন: মন্ত্রণালয় বলছে তদন্ত করতে আর ইউজিসি দিচ্ছে পুরস্কার!

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীরা এক নারীকে আটক করার পর তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার জানান, ‘‘এখনো সেলিনা বেগম নামের কাউকে থানায় আনা হয়নি।’’


সর্বশেষ সংবাদ