রাবির বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনের উদ্বোধন

সংরক্ষিত আসনের উদ্বোধন
সংরক্ষিত আসনের উদ্বোধন  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাচ্ছেন আলাদা পাঁচটি আসন। মঙ্গলবার দুপুরে এই আসন সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসসহ ফিজিক্যাললি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে মে-জুনে

এরআগে, বিশ্ববিদ্যালয়ের ৫০৯তম সিন্ডিকেট সভায় বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা আসন সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র‌্যাম্প প্রস্তুত করা, আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা, পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘন্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence