দ্বিতীয়বার হলের খাবারের মান পরিদর্শন করলেন রাবি উপ-উপাচার্য

হলের খাবারের মান পরিদর্শন করলেন রাবি উপ-উপাচার্য
হলের খাবারের মান পরিদর্শন করলেন রাবি উপ-উপাচার্য   © সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের খাবারের মান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম (টিপু)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিনি শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন।

হলের ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম (টিপু) জানান, আমরা শিক্ষার্থীদের সাথে খাবারের মান নিয়ে কথা বলেছি। শিক্ষার্থীরা ভাত ও তরকারি সিদ্ধ, খাবার মান কম স্বুসাদু এবং ডাইনিং ও ক্যান্টিন এর দুই রকম খাবারের মূল্য ও মান নিয়ে অভিযোগ আমাকে জানিয়েছেন।

আরও পড়ুন: শীর্ষ ১০ এশীয় তরুণ উদ্যোক্তার তালিকায় বুয়েটিয়ান রাইসুল

এছাড়া খাবারের যেসব সমস্যা রয়েছে, তা হল প্রাধ্যক্ষ, শিক্ষার্থী ও কর্মচারী সবার সম্মিলিত আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করেছেন তিনি।

হলের ডাইনিং পরিদর্শনকালে ছাত্র উপদেষ্টা জনাব তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং হলের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে, গত রবিবার উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ডাইনিং পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ