ঢাবিতে চাঁদপুরের ছাত্র সংগঠন ডাকাতিয়ার নতুন কমিটি ঘোষণা

ঢাবিতে চাঁদপুরের শিক্ষার্থীদের ছাত্র সংগঠন 'ডাকাতিয়া'র নতুন কমিটি ঘোষণা।
ঢাবিতে চাঁদপুরের শিক্ষার্থীদের ছাত্র সংগঠন 'ডাকাতিয়া'র নতুন কমিটি ঘোষণা।  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চাঁদপুরের শিক্ষার্থীদের ছাত্র সংগঠন 'ডাকাতিয়া'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই সংগঠনের উপদেষ্টা মন্ডলীর প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে আগামি এক বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে মাহাবুব আলম এবং রাকিবুল হাছানকে নির্বাচিত করা হয়েছে।

রবিবার( ১৬ জানুয়ারি) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রাসেল শ্রাবণ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিমুলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিজ্ঞপ্তিতে সংগঠনের ২৫ জন উপদেষ্টামন্ডলির নাম ঘোষণা করা হয়। উপদেষ্টামন্ডলীর মধ্যে রয়েছেন ভুঁইয়া ফয়েজ উল্ল্যাহ মানিক, সরকার জহির রায়হান, মাহমুদ রাসেল, মাজহারুল ইসলাম শামীম, হাবিবুর রহমান, কাউসার হামিদ, আব্দুস সালাম স্বাধীন, রাসেল হোসাইন, জহির খান, বাদশা শাওন, মোঃ শরিফুল ইসলাম, আবু সুফিয়ান, বোরহান উদ্দিন, আনফাল সরকার পমন, শাহ পরান, সিদ্দিকী মহসীন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর সুজন, নিজাম উদ্দিন শেখ, বাহা-উদ্দিন, বাহার উদ্দিন, মাহমুদ, লুৎফুর সাকিব, সাইফুল ইসলাম রনি, আব্দুর রাজ্জাক এবং জাবেদ খান।

আরও পড়ুন: সাবেক বিচারপতি টি এইচ খান আর বেঁচে নেই

উল্লেখ্য, সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক নৌবিহার, শিক্ষাসফর, স্মরণিকা ও ক্যালেন্ডার প্রকাশনা, ক্যারিয়ার সেমিনার, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ঈদ পুনর্মিলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে। করোনাকালীন সময়ে অসহায় শিক্ষার্থীদের জন্যও কাজ করেছে সংগঠনটি।

এড়াছা, সংগঠনটি চাঁদপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিক শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক নানা সেমিনার করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence