ঢাবির ১০০তম ব্যাচের উদ্যোগে ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ

২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি
২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষে ১০০তম ব্যাচের (২০২০-২০২১ সেশন) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ১০০তম ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ, ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ, আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন, মো. হাবিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী লিটন ইসলামসহ প্রমুখ।

পরে সদ্য ভর্তি হওয়া ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ বিষয়ে ১০০তম ব্যাচের শিক্ষার্থী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি বলেন, যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন বুঝি এটা কতটা ভয়ংকর আনন্দের। মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দ তা আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence