বিবাহিত ছাত্রীদের হলে না রাখার নিয়ম কীভাবে এসেছিল?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:০৬ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৩৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের আসন থাকা না থাকা নিয়ে ব্যাপক বিতর্কের পর বুধবার রাতে প্রভোস্ট কমিটি ওই নিয়ম বাতিলের সুপারিশ করেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে একজন বিবাহিত ছাত্রীর আসন কেটে দেয়া নিয়ে বিতর্ক হবার পর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বুধবার এমন সুপারিশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, প্রভোস্ট কমিটির সুপারিশ এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাঠানো হবে, সেখানে পাস হলে এই নিয়ম বাতিল হয়ে যাবে। সিন্ডিকেটের সভা এ মাসের মধ্যেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে থাকতে পারেন না বিবাহিতরা
এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং তিনটি ছাত্রী হল শামসুন্নাহার হল, কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের প্রভোস্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তিনদিনের মধ্যে কর্তৃপক্ষকে ওই বিধান বাতিলে ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
কী আছে বর্তমান নিয়মে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশই আবাসিক হলে থাকার সুযোগ পান না, হলে আসন সংখ্যা কম থাকার কারণে। আসন সংখ্যার বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমনিতেই হলে একটি আসনের চাহিদা ব্যাপক।
আরও পড়ুন: জবির ছাত্রী হলে মাত্র ৬২৪ সিটের বিপরীতে আবেদন তিন হাজার
ফলে বিবাহিত হবার কারণে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে যখন একজন ছাত্রীর হলের আসন বাতিল করা হয়, তখন এ নিয়ে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
এরপর আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার কথা শোনা গেলেও পরে কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত প্রত্যাহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে না, এমন কোন আইন নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন: চবির হলে বিশ্রাম নিতে পারবেন ঢাবির ভর্তিচ্ছু ছাত্রী-অভিভাবকরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পরিচালিত হয় যে ১৯৭৩ এর অর্ডিন্যান্স অনুযায়ী তাতে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীর হলে থাকা বিষয়ে কোন নির্দেশনা নেই। তবে কর্তৃপক্ষ বলছে, এ বিষয়টি বিশ্ববিদ্যালয় হল পরিচালনা সংক্রান্ত একটি নীতিমালার মধ্যে উল্লেখিত আছে।
ওই নীতিমালায় বলা হয়েছে, ‘‘কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।’’
তবে, অন্তঃসত্ত্বা ছাত্রীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনার বিষয় নেই, তারা হলে অবস্থান করতে পারবেন না।
বর্তমান নিয়ম কোথা থেকে এসেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছিল এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের প্রথম ছাত্রাবাস। কর্তৃপক্ষ বলছে, ১৯৫৬ সালে হলটি প্রতিষ্ঠার সময় তৎকালীন বিশ্ববিদ্যালয় এবং হল কর্তৃপক্ষের বানানো নীতিমালায় বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীদের হলে থাকা বিষয়ক এ নিয়ম অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রী হল এবং বাংলাদেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য তৈরি হলে রোকেয়া হলের নীতিমালাই অনুসরণ করা হয়।
এভাবেই দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ছাত্রীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ছাত্রাবাসে অবস্থানের ক্ষেত্রে এ নিয়ম চালু হয়ে গেছে। তবে যে সময় এ নিয়ম চালু হয়, সে সময় রক্ষণশীল সমাজব্যবস্থার মধ্য থেকে নারী শিক্ষার্থীরা পড়তে আসতেন। যে কারণে অভিভাবকদের আস্থা অর্জনে তৎকালীন সমাজে প্রচলিত অনেক নিয়ম কানুন অন্তর্ভুক্ত করা হয়েছিল হলের নীতিমালায়।
তবে গবেষকেরা মনে করেন, বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার পেছনের কারণটি সামাজিক ট্যাবু সম্পর্কিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষক এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবায়দা নাসরিন মনে করেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌনতার বিষয়টি নিয়ে যে ধরণের ট্যাবু আছে, সেখান থেকেই এ ধরণের নিয়ম এসেছে।
তিনি বলেন, সামাজিক ট্যাবুর কারণে মানুষজন এখনো ভাবে, আর যখন মেয়েদের হল প্রতিষ্ঠিত হয়েছিল তখন আরো বেশি ভাবত যে বিবাহিত মেয়েরা তাদের যৌনতা এবং দাম্পত্যের বিষয়টি অবিবাহিত মেয়েদের সঙ্গে শেয়ার করবে। আর তার ফলে অবিবাহিত মেয়েরা খারাপ হয়ে যাবে।
বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে এমন নিয়ম থাকলেও, বিয়ে করলে বা সন্তানের বাবা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সিট বাতিলের বিধান নেই। পরবর্তীতে, ১৯৫৬ সালের পর রাষ্ট্র ও সমাজে অনেক পরিবর্তন আসলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নিয়ম বদলায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা বলছে
গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কটি ছাত্রী হলের শিক্ষার্থী প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে দেখা করে ওই নিয়মটি বাতিলের দাবি জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই বুধবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ‘‘বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে থাকা বিধিনিষেধগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে। অন্তঃসত্ত্বা ছাত্রীদের ক্ষেত্রে থাকা নিয়ম বাতিলের সুপারিশ করা হয়েছে। তবে নিজের ও সন্তানের পরিচর্যা ও নিরাপত্তার জন্য তাদের পরিবারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হলে, সেটিকে সমীচীন মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়’’
এর আগে, উপাচার্য বুধবার জানিয়েছিলেন, নিয়মটি পর্যালোচনা এবং সংস্কারের চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বলেছেন, নিয়মটি কাগজকলমে আছে, কিন্তু এর তেমন বাস্তবায়ন ছিল না। তার পরেও যেহেতু এ নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে, আমরা এটি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। [সূত্র: বিবিসি বাংলা]